T20 World Cup 2024: ভারত-পাকিস্তান ম্যাচে " Solitary individual" কায়দায় হামলার হুঁশিয়ারি ISIS এর


T20 World Cup 2024: ভারত-পাকিস্তান ম্যাচে " Solitary individual" কায়দায় হামলার হুঁশিয়ারি ISIS এর

T20 World Cup 2024: ভারত-পাকিস্তান ম্যাচে "

Solitary individual" কায়দায় হামলার হুঁশিয়ারি ISIS এর






T20 World Cup 2024: আগামী ৯ জুন আইসিসি T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। হাইভোল্টেজ এই ম্যাচের (IND versus PAK Match) দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। আর সেখানেই বড়সড় হামলার হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেট (ISIS Psychological militants Assault danger for IND versus PAK Match)। "Independent person" কায়দায় এই হামলা হবে বলে হুঁশিয়ারি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের। আর এই হুঁশিয়ারি পাওয়ার পরেই সতর্ক মার্কিন প্রশাসন। কোনও ভাবেই যাতে ভারত-পাকিস্তান ম্যাচ (IND versus PAK Match) বাতিল না হয় সেজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জঙ্গি সংগঠনের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান ম্যাচে হামলার কথা বলা হয়েছে। "লোন উলফ" কায়দায় এই হামলার কথা বলা হয়েছে।

T20 World Cup 2024: ভারতীয় দলের অনুশীলনের পরিকাঠামো 

গড়পড়তামানের, টি২০ বিশ্বকাপের আগে বাড়ছে অসন্তোষ

বিরাট ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর দেশের হয়ে আর কোনও টি২০ আন্তর্জাতিক খেলেননি। যদিও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সদ্যসমাপ্ত আইপিএলে ওপেন করে ১৫টি ম্যাচে সর্বাধিক ৭৪১ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৩। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলস্টোনেও এবারই পৌঁছন বিরাট। সদ্যসমাপ্ত আইপিএলে তাঁর ব্যাটিং গড় ছিল ৬১.৭৫, স্ট্রাইক রেট ১৫৪.৬৯। একটি শতরান ও পাঁচটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৬২টি চার ও ৩৮টি ছয় মেরেছেন। টি২০ বিশ্বকাপে অবশ্য বিরাটের ওপেন করার সম্ভাবনা কম। দীর্ঘ বিমানযাত্রা করে নিউ ইয়র্কে পৌঁছনো যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং ও যুজবেন্দ্র চাহাল গতকাল দলের অনুশীলনে হাজির থাকলেও তাঁদের তেমন পরিশ্রম করানো হয়নি। রিজার্ভে থাকলেও শুভমান গিল প্রথমে নেটে ব্যাট করেছেন রোহিত শর্মার সঙ্গে। 

T20 World Cup 2024: ভারতীয় দলের অনুশীলনের পরিকাঠামো গড়পড়তা মানের, টি২০ বিশ্বকাপের আগে বাড়ছে অসন্তোষ

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতের মোটিভেশন চিহ্নিত করলেন বিরাট, আত্মবিশ্বাসী রোহিত-পন্থ পরে ব্যাট করেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজারা। এমনিতে অনুশীলনের পরিকাঠামো নিয়ে অসন্তোষ রয়েছে ভারতীয় শিবিরে। শনিবার নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ রয়েছে। বিরাট কোহলি সেই ম্য়াচে খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেন না, বিরাট নিউ ইয়র্কে পৌঁছবেন আগামীকাল। ফলে পরের দিনই তাঁর মাঠে নামার সম্ভাবনা দেখছেন না অনেকেই। বিরাট ২২ মে আইপিএলে এলিমিনেটরে খেলেছেন। সেই ম্যাচ থেকেই বিদায় নেয় আরসিবি। এরপর বিরাট ছিলেন মুম্বইয়ে। সম্প্রতি একটি রেস্তরাঁয় তাঁকে ও অনুষ্কাকে দেখা গিয়েছিল সস্ত্রীক জাহির খানের সঙ্গে ডিনার করে বের হতে। একজন টিভি সঞ্চালকও সেখানে ছিলেন। আজ বিমানবন্দরে বিরাটকে দেখা গেল ফুরফুরে মেজাজে। ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানান। বিরাট ফ্যানেদের অটোগ্রাফও দেন। বিরাটের টি২০ বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার ভিডিও দেখে উচ্ছ্বসিত ভক্তরা একটি পরিসংখ্যান সামনে এনেছেন। টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট ২৫ ইনিংসে ১৩ বার দলের হয়ে সর্বাধিক রান করেছেন। তিনি প্রথম টি২০ বিশ্বকাপ খেলেন ২০১২ সালে। তখন থেকে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ক্রিকেটারদের সম্মিলিত ১৫২ ইনিংসের ১৪টিতে ভারতীয় দলের অন্যরা কোনও ম্যাচে সর্বাধিক রান করেছেন।

Post a Comment

0 Comments